Subscribe our Channel

নৌকার সাজ্জাদুল হাসানের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল

পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেক্স :নেত্রকোণা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসানের প্রার্থিতা বৈধ ঘোষণাকে চ্যালেঞ্জ করে আপিল করেছেন জাসদ মনোনীত প্রার্থী মো. মুশফিকুর রহমান।নির্বাচনী আইন অনুযায়ী ৯ ডিসেম্বর বিকেলে তিনি নির্বাচন কমিশন বরাবর আপিল করেছেন।আপিলে বলা হয়েছে, সাজ্জাদুল হাসান ২০২৩ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২ (১) অনুযায়ী, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসরে গমন করেছেন এবং উক্ত পদত্যাগ বা অবসর গমনের পর যদি তিন বছর অতিবাহিত না হয়ে থাকে তাহলে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন না।

একই বিষয়ে মহামান্য হাইকোর্টও গত ৪ ডিসেম্বর গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-কে সমুন্নত রেখে একই রায় দিয়েছেন। রিটার্নিং অফিসার সাজ্জাদুল হাসানের মনোনয়নপত্র আইনের খেলাপ করে বৈধ ঘোষণা করেছেন। এর বিরুদ্ধে উপরোক্ত আপিল। নির্বাচনী আপিল নং ৫৬০/২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *