পঞ্চগড় প্রতিনিধি : অভিযোগ সূত্রে জানা যায় পঞ্চগড় আটোয়ারী উপজেলার নেছারিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ খাদেমুল ইসলাম এর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ, নানান অনিয়মের অভিযোগ উঠেছে, তিনি মাদ্রাসার বিধি-বিধান এর তোয়াক্কা না করে তার ইচ্ছা মত মাদ্রাসা পরিচালনা করেছেন। গতকাল ২৪ তারিখ শুক্রবার মানবজমিন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে দুটি নিয়োগ দেন তার মধ্যে একটি হলো আয়া পোস্ট অপরটি হলো নিরাপত্তা কর্মী। জানা যায় নিরাপত্তা কর্মীর সাথে যোগসাজক করে ১৫ লক্ষ টাকার মাধ্যমে তাকে চাকুরীতে বহাল রেখেছেন।
অন্যদিকে আয়া পোস্টে একজনকে নিয়োগ দিয়েছেন ৫ লক্ষ টাকার বিনিময়ে, এদিকে ভুক্তভোগী জমি দাতা আবুল কাশেম, বলেন তার ছেলে আরিফ হোসেন কে ওই মাদ্রাসায় চাকুরি দেওয়ার কথা বলে ৫ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। ভুক্তভোগী আবুল কাশেম আরো জানান, যেই দুই ব্যক্তি মাদ্রাসায় চাকুরি পেয়েছেন তারা দুজনেই অত্র মাদ্রাসার সভাপতি খাদেমুল ইসলাম এর নিকটতম আত্মীয়। এখন ভাববার বিষয় হল, ভুক্তভোগী জমিদাতা জানান এই মাদ্রাসার জমিদাতা আমরা অথচ জমি টাকা দিয়েও আজ মাদ্রাসায় চাকরি থেকে বঞ্চিত আমাদের ছেলেমেয়েরা। এ বিষয়ে আমরা পঞ্চগড় জেলা প্রশাসক বরাবরই একটি আবেদন ও দিয়েছিলাম কিন্তু ভাববার বিষয় আমরা এর কোন সুফল পাইনি। আমরা এই ঘুষ বাণিজ্য কারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি, ও এই নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগের আবেদন জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে।