Subscribe our Channel

টঙ্গীবাড়ীতে ঘুমন্ত বৃদ্ধা কে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নিজ শয়ন কক্ষ হতে ফজিলত বেগম (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পেটে কুপের চিহ্ন পাওয়া গেছে। সে টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বাসিন্দা। পাশ্ববর্তী পাচগাও ইউনিয়নের মধ্যখলাগাও গ্রামে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে ফজিলত বেগম এর ছেলে ফজল জানায়, প্রতিদিনের মতো আজও (রবিবার ৬ অক্টোবর) সকালে কাজের উদ্দেশ্যে বের হই। হঠাৎ করে আমার স্ত্রী ফোন করে জানায় মা মারা গেছেন। পরে বাড়িতে এসে দেখি কে বা কারা জানি মাকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলছে। মায়ের শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আচর লেগে আছে এবং তার পেটে কুপিয়ে রক্তাক্ত করে রেখেছে। এই বাড়িতে মা একাই থাকতেন। আমার জানা মতে আমার মায়ের সাথে কারো কোনো ধরনের শত্রুতা নেই। এর আগেও মায়ের কাছে কারা জানি টাকা চাইছিলো তখন দেয় নাই দেইখা মারে গালাগালি করছিলো কিন্তু তখন তাদের নাম জিগাইলে মায় তাদের নাম বলে নাই। আমার মনে হইতাছে তারাই আমার মাকে খুন করছে। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মুহিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান পরে বক্তব্য দিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *