জ্যেষ্ঠ প্রতিবেদক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শিগগির টঙ্গী থাকে গাজীপুর একটি ডাবল রেললাইন চালু হচ্ছে। সরকারের পরিকল্পনা আছে যা ঢাকা থেকে গাজীপুরের কালিয়াকৈর পর্যন্ত চলবে। অর্থাৎ ঢাকা থেকে কালিয়াকৈর একটি শাটল ট্রেন অব্যাহতভাবে চলবে। যানজট ও দুর্ভোগ লাঘবেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে ঢাকায় কর্মরত গাজীপুর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরাম এই সভার আয়োজন করে।