পঞ্চগড় প্রতিনিধি : তোতা মিয়া, পঞ্চগড়ে জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে, জয় বাংলা জিতবে আবার নৌকা এই স্লোগান দিয়ে আজ সোমবার সকাল ১০ টার সময় পঞ্চগড় জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পঞ্চগড় চিনিকল মাঠ থেকে শুরু হয় এবং পঞ্চগড়, আটোয়ারী, ও তেতুলিয়া সহ তিন উপজেলায় শোভাযাত্রাটি চলতে থাকে শোভাযাত্রায় জন সাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । শোভাযাত্রাটির আয়োজক ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পঞ্চগড় ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সফলতার প্রচারণার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিগত ১৫ বছরের ক্ষুধা, দরিদ্র মুক্ত, ডিজিটাল ও উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা স্বপ্ন বাস্তবায়নের চিত্র তুলে ধরা হয়েছে জনগণের কাছে। এই শোভাযাত্রাটিতে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ১৫শ, নেতা কর্মী অংশ নেন।