Subscribe our Channel

১৮ টি সিনেমা হলে আজ মুক্তি পাচ্ছে ‘রুখে দাঁড়াও

মারুফ সরকার,স্টাফ রিপোর্টার :  ১৯ টি সিনেমা হলে আজ মুক্তি পাচ্ছে ‘রুখে দাঁড়াও’। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন কায়েস আরজু! তবে বাস্তবে নয় সিনেমায়। আগামীকাল ২৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে ঢালিউডের এই জনপ্রিয় নায়কের ‘রুখে দাঁড়াও’ শিরোনামের সিনেমাটি। সামাজিক ঘরানায় নির্মিত সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে প্রেম ও সংঘাতের অনবদ্য গল্পে। এতের আরজুর নায়িকা তানহা তাসনিয়া। মোহনা মুভিজের ব্যানারে নির্মিত ও দেবাশীষ সরকারের কাহিনি সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনায় ছবিটি পরিচালনা করেছেন সুকুমার চন্দ্র দাশ। ছবি প্রসঙ্গে আরজু বলেন, ‘মাটির গল্প, কৃষ্টি-কালচারের গল্প ও আমাদের প্রাত্যহিক জীবনে, পরিবারে ও সমাজে ঘটে যাওয়া গল্পের কারণে সিনেমাটি সব শ্রেণির দর্শকদের ভালো লাগবে। আমি সিনেমাটির সফলতার ব্যাপারে শতভাগ আশাবাদী।’ আঁখি চৌধুরী বলেন,আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই ছবিটি হলে গিয়ে দেখবেন। আপনারা যত বেশি হলে গিয়ে ছবি দেখবেন আমরা তত কাজের প্রতিবেশী আগ্রহ পাব। আমার বিশ্বাস ছবিটি আপনাদের নিরাশ করবে না।

এই ছবিটি আমার জন্য আলাদা একটা টার্নিং পয়েন্ট হবে। ছবিটিতে আরও অভিনয় করেছেন আঁখি চৌধুরী, কাজী হায়াৎ, আশিক, নাদের চৌধুরী, সুব্রত, গাংগুয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *