ঢামেক প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকায় সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় মো. রেজাউল (৩৫) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন।রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে । নিহতের বন্ধু মো. ফারুক জানান, রেজাউল পেশায় রিকশাচালক । রাতে এক দরকারি কাজে মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকায় ইজিবাইকে করে যাচ্ছিলেন । এসময় রাস্তায় সিটি করপোরেশনের একটি গাড়ি ইজিবাইকে ধাক্কা দিলে রেজাউল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন ।
তিনি আরও জানান, নিহত রেজাউলের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর এলাকায়। তার বাবার নাম মো. আমির আলী।