Subscribe our Channel

৪০০ শিক্ষার্থীর বিপরীতে ১৩ শিক্ষক দিয়েই জেলার শ্রেষ্ঠ স্কুলের স্বীকৃতি

পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেক্স : শিক্ষার গুণগত মান উন্নয়নে এ বছর জেলার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ স্কুলের স্বীকৃতি পেয়েছে ঠাকুরগাঁওয়ের গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়। আধুনিক সাজসজ্জা ও পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত শিক্ষার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে স্কুলটি।ব্যতিক্রমী কর্ম-পরিকল্পনা আর আনন্দময় শিক্ষণ কার্যক্রমে সেখানে গিয়ে মুগ্ধ হচ্ছেন সবাই। অন্য স্কুলগুলোকে এর আদর্শ অনুসরণের পরামর্শ দিয়েছেন জেলার শীর্ষ শিক্ষা কর্মকর্তা।ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়। পরিচ্ছন্ন পরিবেশে দৃষ্টিনন্দন প্রাকৃতিক শোভামন্ডিত প্রতিষ্ঠানটি যেন একটি শান্তির নীড়।পড়াশোনায় মনোনিবেশে এবং সত্যিকারের মানুষ গড়ার লক্ষ্যে ব্যতিক্রমভাবে সাজানো হয়েছে স্কুলটিকে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে স্থাপন করা হয়েছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণার। রয়েছে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ইতিহাসসম্বলিত গল্প উপন্যাসের সমৃদ্ধ পাঠাগার। আছে পূর্ণাঙ্গ বিজ্ঞানাগার, প্রার্থনা কক্ষ, ক্যান্টিন, ডিজিটাল ল্যাব, ছাত্রীদের আলাদা কমনরুমসহ সবার জন্য স্যানিটাইজেসন ব্যবস্থা।

মানসম্মত পড়ালেখার কারণে সন্তানদের ভাল ফলাফলে অভিভাবকরা খুবই সন্তুষ্ট।

শিক্ষকদের স্বপ্ন স্কুলটিকে দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা।করোনার সময়েও শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে এই স্কুলটি। ১৯৯৫ সালে ৪০ জন ছাত্রছাত্রী নিয়ে শুরু হওয়া এই স্কুলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৪০০। বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র ১৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *