Subscribe our Channel

বালিয়াডাঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

এন এম এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মহান বিজয় দিবস ২০২৩ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে সকল স্তরের মানুষ।সুর্যোদয়ের সাথে সাথে সকল আধা-সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । সকাল ৬:৩৫ মিনিটের সময় উপজেলা চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ন ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ,উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি), বালিয়াডাঙ্গী থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধারা।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: আফসানা কাওছার এর সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাতেহা তুজ জোহরা, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির,উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীর কুমার রায়, জেলা পরিষদের সদস্য সফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *