Subscribe our Channel

ঠাকুরগাঁওয়ে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :  “সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার” এই শ্লোগানে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে বিশ্ব  মানবাধিকার  দিবস পালন করা হয়েছে। ১০ ডিসেম্বর  আন্তর্জাতিক  মানবাধিকার  দিবস  উপলক্ষে  ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে  আজ  সকাল  ১১  টায়  একটি  বর্ণাঢ্য র‌্যালি  বের  হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  করে  জেলা প্রশাসন কার্যালয়ের সামনে  এসে  শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও  জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান,  পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা আওয়ামী  লীগের  সিনিয়র   সহ-সভাপতি  মাহাবুবুর  রহমান  খোকন সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *