Subscribe our Channel

নির্বাচনে প্রথমবারের মতো যানবাহনের স্টিকারে ‘কিউআর কোড’

ডেক্স :প্রথমবারের মতো যানবাহনের স্টিকারে সংযুক্ত হচ্ছে ‘কিউআর কোড’। ছবি: সংগৃহীত

পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন এবং চলাচলের জন্য আইডি কার্ড এবং যানবাহনের স্টিকার ইস্যু শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই স্টিকারে এবার প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ‘কুইক রেসপন্স’ বা ‘কিউআর কোড’। মুঠোফোনেই এই কিউ আর কোড স্ক্যান করে সহজেই যাচাই করা যাবে স্টিকারের বৈধতা।ইসি কার্যালয় সূত্রে জানা গেছে, স্টিকারগুলো গ্রহণের বিপরীতে ইসিতে যে তথ্য জমা হবে সেগুলো ডাটাবেইজে তোলা হবে।তখন কিউআর কোড স্ক্যান করলে যানবাহন সংশ্লিষ্ট তথ্যও জানা যাবে। ফলে এক যানবাহনের জন্য ইস্যুকৃত স্টিকার অন্য যানবাহনে অথবা অন্য কোথাও অবৈধভাবে ব্যবহৃত হচ্ছে কি না, সে বিষয়টিও উঠে আসবে এই প্রযুক্তির সাহায্যে।

এর ফলে কিউ আর কোড স্ক্যান করলে, প্রথমে সেটি মোবাইলের ‘কনট্যাক্টস’ এ সংরক্ষণ হয়। এর নাম হিসেবে আসে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’। প্রতিষ্ঠানের ঘরে ‘পাবলিক রিলেশন্স উইং ডিপার্টমেন্ট’ এবং ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ তথ্য যুক্ত হয়। আর ওয়েবসাইটের ঘরে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ভেসে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *