পীরগঞ্জ প্রতিনিধি : স্টাফ রিপোর্টার, পীরগঞ্জ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লিভার, কিডনী, সিরোসিস, স্ট্র্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৩০ জন নারী-পুরুষের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা করে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনের এসব চেক বিতরণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সহসভাপতি বুলবুল আহাম্মেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।