Subscribe our Channel

বাড্ডায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার: অবৈধ নির্বাচন বাতিল এবং অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির জোনভিত্তিক বাড্ডা সুবাস্তু নজর ভেলীর সামনে কালো পতাকা মিছিল পুলিশ কর্তৃক পুন্ডু করার প্রতিবাদে বাড্ডায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিবাদ মিছিল হয়। মিছিলটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন ১ নং সহ সভাপতি আল মামুন সহ,দিনার হোসেন ভুইয়া,সাইফুল ইসলাম রাকিব, মুন্নি ইসলাম,লিজা ইসলাম যুগ্ম সম্পাদকঃ কে এম জাহিদুল ইসলাম,মো: জামাল হোসেন,মাহিন,সজল বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাকিবুল ইসলাম সজীব, ইষ্টার্ন বিশ্ববিদ্যালয়ের আহবায়ক ওসমান শেখ, নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান ইভান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আর. আহসান রাফিদ,ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের আহবায়ক নাঈম হাসান, ফারইষ্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক নাইমুল হাসান ইমন,সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব রাকিব শিকদার, ছাত্রনেতা আল আমিন খান,নাঈম হাসান,রনি, তানভীর হাসান এছারাও আরও অনেকে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর হোসেন বলেন, দেশের মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে গত ৭ জানুয়ারীর জতীয় সংসদ নির্বাচনকে বর্জন করেছে। এটি একটি ডামি নির্বাচন। তাই এই নির্বাচন বাতিল করে দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবী জানান তারা।পুলিশ যেভাবে নেতাকর্মীদের ধরছে এটা তীব্র নিন্দা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *