ঠাকুরগাঁও প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবিতে চাচার বাড়িতে অনশনে বসেছে ভাতিজি। এ নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুর থেকে চাচার বাড়িতে অবস্থান করছে ওই কিশোরী। অন্যদিকে দুপুর থেকেই পলাতক রয়েছেন প্রেমিক চাচা আলমগীর (২২)। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে । প্রেমিক আলমগীর (২২) সম্পর্কে ওই কিশোরীর চাচা। কিশোরী জানায়, কয়েক মাস থেকে আলমগীর বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে । এমনকি আমার সাথে বিভিন্ন কৌশলে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। আমি এখন গর্ভবতী, আমার পেটে তার সন্তান । আমাকে বিয়ের কথা বললে সে আমাকে এড়িয়ে যায়। একপর্যায়ে সে আমাকে তার বাড়িতে আসতে বললে আজকে আমি তার বাড়িতে এসেছি। কিন্তু এসে দেখি সে বাড়িতে নাই । কিশোরি আরো জানান, আমার পেটে তার সন্তান। এখন আমি কি করবো? তাই বিয়ের দাবিতে আজকে তার বাড়িতে আমি অনশন করছি।
এক পর্যায়ে আলমগীর তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয় ওই কিশোরী। সূত্র জানায়, প্রেমিক আলমগীর রায়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুল হাসান এর অন্যতম সহযোগী ও ডাকাতি মামলার আসামি। ক্ষমতার দাপটে সে এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল বলেও জানা যায় । এদিকে কিশোরীর বাবা ও মা বলেন, আমার মেয়ের বিষয়ে এতকিছু আমরা আগে জানতাম না তবে মোবাইলে আলমগীরের সাথে কথা বলতো এতটুকু জানি আমরা। আমার মেয়েকে অনেক সময় খারাপ প্রস্তাব দিত আলমগীর। আমরা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না । সবাই বসে সিদ্ধান্ত নেবো। এদিকে এলাকাবাসী জানায়, আমরা এতো কিছু জানিনা বুধবার ( ২৩ অক্টোবর) দুপুর থেকে মেয়েটি আলমগীরের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন শুনে এসে দেখি যে ঘটনা সত্য । মেয়েটি কেনবা আসলেন জিজ্ঞাসা করলে তার পেটে আলমগীরের সন্তান আছে তাই বিয়ের দাবিতেই সে অনশন করছেন বলে জানায়। এ বিষয়ে বক্তব্য জানতে পলাতক থাকায় প্রেমিক আলমগীর এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।