Subscribe our Channel

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ২

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (৬ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার পাটগাতি বাজারের সোনালী ব্যাংক ভবনের তিনতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম তৌফিক ইসলাম ও পাটগাতি বাজারের ব্যবসায়ী শেখ লিমন।এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, রাতে টুঙ্গিপাড়া থেকে বিএম তৌফিক ইসলাম ও শেখ লিমনকে আটক করা হয়েছে।

এরমধ্যে বিএম তৌফিক ইসলামকে বিএনপি স্বেচ্ছাসেবক দলনেতা দিদার হত্যা মামলায় ও শেখ লিমনকে বাগেরহাটের চিতলমারী থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিএম তৌফিক ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে ও শেখ লিমনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *