Subscribe our Channel

আটোয়ারীতে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

আব্দুল করিম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:

 

পঞ্চগড়ের আটোয়ারীতে মহামারী করোনা ভাইরাস সংক্রমনের প্রাদুর্ভাব প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার (৪ এপ্রিল) সন্ধায় উপজেলার ফকিরগঞ্জ বাজারে বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু তাহের মোঃ সামসুজ্জামান।

 

এসময় বিভিন্ন যানবাহন সহ ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি পর্যবেক্ষণ করেন। এছাড়াও উপজেলার বেশ কিছু স্থানে মাস্ক বিহীন উম্মুক্তভাবে চলাফেরা করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪০ জনকে প্রত্যেককে ১০০/- টাকা করে মোট ৪,০০০/- টাকা অর্থ দন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

 

 

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য জনস্বার্থে সরকার কিছু বিধি নিষেধ আরোপ করেছেন, এ বিধি নিষেধ সবাইকে মানতে হবে। আজ একশত টাকা করে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে সরকারের স্বাস্থ্যবিধি অমান্য করলে পরবর্তীতে একশত টাকার স্থলে এক হাজার টাকা জরিমানা হতে পারে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

 

তিনি আরো জানান, মাক্স ছাড়া কোন ক্রেতা-বিক্রেতা বা পথচারী ফকিরগঞ্জ বাজারে প্রবেশ করতে পারবেন না বলে ব্যবসায়ী সহ বণিক সমিতির নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দিয়েছেন। এসময় আটোয়ারী থানার ওসি মোঃ ইজার উদ্দীন, বণিক সমিতির নেতৃবৃন্দ সহ স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *