Subscribe our Channel

হামার স্বপ্নের পঞ্চগড় হামরাই

সংগৃহীত ছবি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার ব্যাপারে উৎসাহিত করতে ‘গো ভোট’ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হাজার-হাজার দর্শক-শ্রোতা এই কনসার্ট উপভোগ করেছে।কনসার্টে ব্যতিক্রমধর্মী ইশতেহার ঘোষণা করেন পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী নাঈমুজ্জামান মুক্তা। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে কয়েক হাজার তরুণের সামনে ইশতেহার পাঠ করেন তিনি।এদিকে, তরুণদের ভোটে উৎসাহী করার লক্ষ্যে আয়োজিত গো ভোট কনসাট নামের এই কনসার্টে দেশের প্রতিথযশা ব্যান্ড শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।

অনুষ্ঠানের মধ্যে জেলা আওয়ামী লীগের নেতারাসহ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন মঞ্চে ওঠেন।পরে পুস্তক আকারে প্রকাশিত ‘হামার স্বপ্নের পঞ্চগড় হামরা গড়িমো’ (আমাদের পঞ্চগড় আমরা গড়বো) শিরোনামের ইশতেহার ঘোষণা করেন নৌকা প্রার্থী।ব্যতিক্রমী এই আয়োজনে উচ্ছ্বসিত তরুণরা। মুহুর্মুহু করতালিতে ভরে যায় পুরো স্টেডিয়াম। এসময় নাঈমুজ্জামান মুক্তা উন্নয়নের ১০ দফা পরিকল্পনা তুলে ধরেন। জ্ঞান-দক্ষতা ও কর্মসংস্থান উপযোগী শিক্ষা, কৃষিপণ্য ও কৃষিশিল্প বহুমুখীকরণ করতে নানা উদ্যোগ নেয়ার ঘোষণা দেন তিনি।নির্বাচিত হলে পঞ্চগড়কে বহুমাত্রিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা, পরিকল্পিত এবং কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, ডিজিটাল পঞ্চগড় থেকে স্মার্ট পঞ্চগড়ের পথে যাত্রা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং পরিবার কল্যাণে কাজ করার ঘোষণা দেন তিনি।তিনি এসময় আরও বলেন, আগামীর পঞ্চগড় হবে তারুণ্যনির্ভর। অন্তর্ভুক্তিমূলক মানবিক পঞ্চগড় বিনির্মাণ করা হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও নিজস্ব সংস্কৃতি চর্চার মাধ্যমে উদার ও অসাম্প্রদায়িক প্রজন্ম গড়ে তোলার ১০ দফা ইশতেহার ঘোষণা দেন তিনি।এসময় উপস্থিত থেকে নৌকার প্রার্থী নাঈমুজ্জামান মুক্তার ইশতেহারের সঙ্গে একমত পোষণ করে সর্বসাধারণের পাশাপাশি তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে উৎসাহিত করে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *