Subscribe our Channel

তেঁতুলিয়ায় ট্রাক্টর চাপায় একজনের মৃত্যু

মুুহম্মদ তরিকুল ইসলাম,  নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক্টরের চাপায় আব্দুল মালেক (২৪) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার সময় উপজেলার ভজনপুর ইউনিয়নের কীর্তনপাড়া গোরস্থানের পাশে নদীর চরে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, নিহত আব্দুল মালেক একই ইউনিয়নের সারাপিগছ গ্রামের এমাজ উদ্দীনের ছেলে। পেশায় তিনি একজন ট্রাক্টর চালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মালেক দীর্ঘদিন ধরে কীর্তনপাড়া গ্রামের জুনাব আলীর ট্রাক্টর চালিয়ে আসছিলেন। রোববার দুপুরের দিকে কীর্তনপাড়া কবরস্থান সংলগ্ন সাঁও নদী থেকে পাথর বোঝাই ট্রাক্টর (ট্রলি) নিয়ে ধার বেয়ে ডাঙায় উঠতে গেলে চাকার সমস্যা হয়। পরে চাকা মেরামতের জন্য চাকার সাইটে সাপোর্টকৃত জগ লাগিয়ে মেরামত কাজ শুরু করেন।

এ সময় আরোও দু’জন হেলপার ছিলেন জানা গেছে। এরপর ঠেস দেওয়া জগটি সরে গেলে তৎক্ষণাত মালেক চাপা পড়ে। পরে পৌণে ৫টার দিকে মালেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদ সদস্য জমির উদ্দীন বলেন, আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। ট্রাক্টরটি লোড থাকা অবস্থায় চাপা পড়ে এই মৃত্যু হয়।তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় সাংবাদিককে বলেন, এ ঘটনায় থানায় একটি অপ মৃত্যু ( ইউডি ) মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *