Subscribe our Channel

আজ ভারত থেকে দেশে হকির সেই শুভ

 খেলাধুলা প্রতিবেদক :

অনেকদি থেকেই ভারতে আটকে থাকার পর  অবশেষে নিজ দেশে ফিরলেন জাতীয় হকি দলটির সাবেক অধিনায়ক এবং বর্তমানে বিকেএসপি’র কোচ মওদুর রহমান শুভ।আজ ১৪ মে ঈদ এর সকাল বেলাতে আগরতলা হয়ে  তিনি  দেশে ফিরলেন । কষ্টের ব্যাপার তিনি এখনও নিজ বাড়িতে যেতে পারেনি ।

 

 

সরকারের করোনা বিধি মেনে ব্রাহ্মণবাড়িয়াতে একটি থাকার হোটেলে উঠেন তার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের  জন্য।এসময়  হোটেল থেকে  মওদুদুর   রহমান শুভ পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে জানালেন, আজ সকালে তিনি  বাংলাদেশে  প্রবেশ করে  আনুসাঙ্গিক  কাজ সেরে  দুপুর আনুমানিক ১.৩০ সময়  হোটেলে উঠেছেন  ।

 

 

 

তিনি  সেইখানে প্রায় ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। আরো বলেন তিনি আমি কোয়ারেন্টাইনে থাকলেও  দেশে ফিরতে পেরেছি সেটাই আমার বড় স্বস্তি।উচ্চতর  ট্রেনিংয়ের জন্য দেশটির  ভারত গিয়ে পাঞ্জাবের পাতিয়ালায়  আটকা পড়েছিলেন  শুভ।

 

 

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার অধীনে পাতিয়ালার নেতাজী সুভাষ ন্যাশনাল ইন্সটিটিউট অব স্পোর্টসের (এনএসএনআইএস) কোর্সে অংশ নিতে ১৩ এপ্রিল ভারত গিয়েছিলেন তিনি।

 

 

প্র্যাকটিক্যাল  কোর্স হওয়ার কথা ছিল ১৫ মে। কিন্তু দেশটির করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় গত ২ মে হঠাৎ করেই কোর্স স্থগিত করে এনএসএনআইএস।তাই দেশে ফেরার  জন্য পাঞ্জাব থেকে ১০ মে কলকাতা আসেন শুভ। কলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশন দেশে ফেরার অনুমতি না দেয়ায়, শুভ যোগাযোগ  করেন আগরতলায় ।

 

 

বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরার অনুমতি পাওয়ার পরই ফ্লাইটে আগরতলা পৌঁছান। সেখানে থেকে সকালে  প্রবেশ করেন দেশে।

 

 

 

দেশে  ফিরতে  শুভকে যারা সহায়তা করেছে তার অন্য তম  হলো  বিকেএসপি  কর্তৃপক্ষ এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য  ফয়সাল  আহসান। এছাড়া  অন্য যারা  সহযোগিতা  করেছেন  সবার প্রতি  কৃতজ্ঞতা  প্রকাশ  করেছেন  সাবেক  এ তারকা  খেলোয়াড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *