পীরগঞ্জ নিউজ ডেক্স :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা,বৃক্ষ রোপন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় চত্তরে উপজেলা আওয়ামীলীগ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
সভায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল,আলহাজ্ব শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মাহবুব জামান জেম, খোরশেদ আলম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরশাদ হোসেন বাবু, উপ প্রচার সম্পাদক আব্দুর সবুর, উপদেষ্টা মন্ডলীর সদস্য গোপী কৃষ্ণ রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নাহার আইভি, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুমন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আলী, ক্রীড়া সম্পাদক রমজান আলী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক নূরনবী চঞ্চল, পৌর ছাত্রলীগের সভাপতি কবির ইসলাম।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীরা।