Subscribe our Channel

ঠাকুরগাঁওয়ে করলা চাষে আগ্রহ বেড়েছে চাষিদের

আল ফয়সাল অনিকঃ

 

দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের করলা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। করলার দাম বেশী থাকায় গত বছরের তুলনায় চলতি মৌসুমে দুই গুন বেশী জমিতে করলা চাষ করছে কৃষকেরা। মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও, আখানগর,ঝলঝলি,মলানখুড়ি, খড়িবাড়ি, বরদেশ্বরী,উত্তর বঠিনা সহ বিভিন্ন স্থানে করলা চাষ হয়েছে।

 

রাস্তার দুই পাশে অসংখ্য মাচায় ঝুলছে করলা। কৃষকরা করলা ক্ষেতে সেচ, নিড়ানি ও ফল সংগ্রহের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মলান খুড়ি গ্রামের কৃষক পাপ্পু চন্দ্র রায় জানান, গত বছর ১৭ শতক জমিতে করলা চাষ করে লাভবান হয়েছেন। এবার ৪৮ শতক জমিতে করলা চাষ করেন। বর্তমানে করলা মন প্রতি ৯৫০-৯৬০ টাকা দরে বিক্রি করছেন তিনি। এ বছরে বাজার দর ও আবহাওয়া ভালো থাকলে এক লক্ষাধীক টাকার করলা বিক্রি হবে বলে তার প্রত্যাশা।

 

 

 

একই এলাকার কৃষক হৃদয় চন্দ্র রায় জানান,করলার দাম ভালো তাই গত মৌসুমের থেকে এবার বেশি জমিতে করলা চাষ করেছি। তাছাড়া করলা চাষে গোবর সার, খৈইল,রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হয়। পরে সেই জমিতে শীত কালীন ফসল আলু চাষ করতে তাদের বেশি সার প্রয়োগ করতে হয় না। করলা চাষে যে সার প্রয়োগ করে তার সাথে সামান্য কিছু সার দিয়ে আলু চাষ করা সম্ভব।

 

 

 

তাই আলু চাষাবাদে আরো লাভবান হয়ে থাকেন তিনি। রাজাগাঁও ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম বলেন, ধান চাষের থেকে করলা চাষে স্বল্প সময়ের অধিক মুনাফা অর্জন করা সম্ভব।

 

 

তাই ধানের পাশাপাশি সবজি হিসেবে করলা চাষ করেছি। সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায় জানান, উপজেলায় চলতি মৌসুমে এ পর্যন্ত ১২৪০ হেক্টর জমিতে বিভিন্ন রকমের সবজির চাষ হয়েছে।

 

 

সকল প্রকার ফসলের পাশাপাশি সবজি চাষীদেরকে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *