Subscribe our Channel

পঞ্চগড়ে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে

মো.তোতা মিয়া পঞ্চগড় : পঞ্চগড়ে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মৌমাছিরা আসছে আনন্দে করছে মধু আহরণ। পঞ্চগড় সদর উপজেলার কেছেড়াপাড়া গ্রাম ঘুরে দেখা গেছে একরের পর একর জমিতে কৃষকেরা এবার সরিষা চাষে আগ্রহী হয়েছে। কেচেরা পাড়া গ্রামের সরিষা চাষী মোঃ রবিউল ইসলাম, জানান তিনি এবার দুই দীঘা জমিতে সরিষার চাষ করেছেন ফোলানো হয়েছে খুব ভালো।

তিনি আশা করছেন সরিষার বাজার ভালো থাকলে তিনি সরিষা বিক্রি করে লাভবান হবেন। এদিকে পঞ্চগড় হাড়িভাষা ইউনিয়নের সরিষা চাষী মোঃ আজমত আলী তিনি এবার এক বিঘা জমিতে হাইব্রিড জাতের সরিষা চাষ করেছেন, তিনিও জানান আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার খুব ভালো ফলন হয়েছে বাজার ভালো থাকলে সরিষা বিক্রি করে লাভবান হবেন। তিনি আরো জানান সরিষা চাষে পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় তিনি সরিষার চাষ করেছেন। হাড়িভাসা ইউনিয়ন এর মাঠ পর্যায়ের কৃষি বিএস মোঃ সেলিম জানান সরিষা চাষে কৃষকদের আমরা মাঠ পর্যায়ে সকল প্রকার সুযোগ-সুবিধা ও পরামর্শ দিয়ে আসছি। এছাড়াও অন্যান্য বসরের চেয়ে এবার কৃষকরা সরিষার চাষের বেশ আগ্রহী হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *