মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসাবে পৌর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত (৫ ফেব্রæয়ারী) সোমবার বিকাল ৪ টা ফুলবাড়ী পৌর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
এসময় ফুলবাড়ী থানা পুলিশের ৪ সদস্য একটি টিম উপস্থিত ছিলেন। ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, বাজার মনিটরিং এর অংশ হিসাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ জন ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আমাদের এই অভিযান চলমান থাকবে।