পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি : সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে আইন-শৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রসিজ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলাম, পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদুৎ কুমার চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ও গোলাম মোস্তফা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন প্রমূখ।