Subscribe our Channel

খানসামায় বেগম রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা

এসএম মশিউর রহমান , ভ্রাম্যমান প্রতিনিধি: বেগম রোকেয়া দিবস প্রতি বছরের মতো এবারও দিবসটি ঘিরে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে পাঁচজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়ানারীর  জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামায় “বেগম রোকেয়া দিবস” পালিত হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয় । র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জন শ্রেষ্ট জয়িতাদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

জয়িতারা হলেন- লক্ষ্মী রানী সরকার, আঁখি আমেনা, লাকি বেগম, বিজলি আক্তার ও শরিফা বেগম। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মোস্তারির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান, থানার ওসি (তদন্ত) এ এফ এম মনিরুজ্জামান মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।এছাড়াও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কমিটির সদস্য, স্কাউটস্, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *