Subscribe our Channel

কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব কমিশনের নয়: ইসি আনিছুর রহমান

নোয়াখালী জেলা প্রতিনিধি : কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।বুধবার (২২ নভেম্বর) বিকেলে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের তিন জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।আনিছুর রহমান বলেন, ‘নির্বাচন কীভাবে সুষ্ঠু হবে সেই ব্যবস্থাই করবে নির্বাচন কমিশন। কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব কমিশনের সংশ্লিষ্ট কারোর নয়। সেটা প্রার্থী ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্ব। আমরা ভোটার উপস্থিতি গণনা করে ফলাফল ঘোষণা করবো।’তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ‘তারা যদি নির্বাচনে আসে তাহলে তফসিল পেছানোর সুযোগ আছে। ২০০৮ সালেও তারা শেষ সময়ে নির্বাচনে এসেছিলেন। তবে কোনো দলকে নির্বাচনে আনার দায়িত্ব আমাদের নয়।

এটা যার যার দলীয় সিদ্ধান্তের ব্যাপার।’নির্বাচনের পর্যবেক্ষক নিয়ে আনিছুর রহমান বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত পর্যবেক্ষক আসছেন । তাই পর্যবেক্ষক নিবন্ধনের শেষ তারিখ ২৬ নভেম্বর থেকে বাড়িয়ে ৭ ডিসেম্বর করা হয়েছে। পর্যবেক্ষকদের অনুসন্ধানী চোখে আমরা ভালোভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবো।’নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মঞ্জুরুল হাফিজ, কুমিল্লা আঞ্চলিক  নির্বাচন কর্মকর্তা ফাহাদ হোসেন, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান , নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম, ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, ফেনী পুলিশ সুপার জাকির হাসান, লক্ষ্মীপুর পুলিশ সুপার মোহাম্মদ তারেক  বিন রশিদ, র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান , ফেনী বিজিবি-৪ এর লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *