মোঃ হারুন-উর-রশীদ,ফলবাড়ী(দিনাজপুর)থেকে : দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতিপ্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস/২৩ পালন হয়েছে। গতকাল (৯ ডিসেম্বর) শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখার সভাপতি মোঃ নাজিম উদ্দিন মাস্টরের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন শেষে উপজেলা নির্বাহি অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মীল আল কামাহ তমালের সভাপত্বি আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।
এসময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম,খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, সমাজসেবক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।