Subscribe our Channel

পঞ্চগড় পৌর ভবনে শুরু হয়েছে শিল্প বাণিজ্য মেলা ২০২৩

পঞ্চগড় সংবাদদাতা তোতা মিয়া :  পঞ্চগড় পৌর ভবন চত্বরে মাসব্যাপী শুরু হয়েছে শিল্প বাণিজ্য মেলা। পঞ্চগড় পৌরসভার আয়োজনে মাস ব্যাপী মেলাটিতে ডিজিটাল আলোখুত ঝলমলে লাল সবুজের বাতি দিয়ে সাজানো। মেলায় রয়েছে বিনোদন সহ নানান দেশি বিদেশি পণ্যের সোমারাহ চলছে সুলভ মূল্যে বেচাকেনা। এছাড়াও মেলায় ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে বিনোদনমূলক নাগরদোলা, ডোরিমন, নৌকা দোল, জাদু সহ রয়েছে বিভিন্ন পছন্দের খেলনা। মেলায় ভজন রশিকদের জন্য সুস্বাদু খাবার, মুখরোচক আচার, ফুচকা, ঝাল মুড়ি, মিষ্টির মান্ডা সহ অনেক কিছু। কিশোর কিশোরী তরুণ তরুণী দের এই মেলায় উপচে পড়া ভিড়, কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন তারা। রমণীদের জন্য রয়েছে পছন্দের শাড়ি, থ্রি পিস,টু পিস টপ্স, প্লাজু, প্যান্ট, শার্ট ও বিভিন্ন ডিজাইনের পণ্য।

মেলার প্রবেশ পথের টিকিটে রয়েছে আকর্ষণীয় পুরস্কার রাস্তার রাজা ডিস্কোবার, প্রাটিনা ও বাজাস সিডি মটরসাইকেল। পঞ্চগড় শিল্প বাণিজ্য মেলার পরিচালক মোঃ রহিদুল ইসলাম, বলেন মেলাটি আমরা পঞ্চগড় পৌরভবনে করেছি কিন্তু জায়গা ছোট হওয়ায়, বিনোদনমূলক অনেক কিছুই আনতে পারিনি। অন্যদিকে আরো একজন মেলা পরিচালক শামীম শেখ ,বলেন বৃষ্টির কারণে কিছুদিন আমাদের মেলা পরিচালনা করতে সমস্যা হয়েছিল কিন্তু বর্তমানে আবার মেলা জমে উঠেছে আশা করি পঞ্চগড়ের মানুষকে এই মেলায় আমরা কেনাকাটা সহ যথেষ্ট বিনোদন দিতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *