Subscribe our Channel

পীরগঞ্জে জমি রেজিষ্ট্রি না দেয়ায় চাচা চাচীকে পিটিয়ে আহত করলেন সহকারি শিক্ষক ভাতিজা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি রেজিষ্ট্রি না দেয়ায় আপন চাচা ও চাচীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারি শিক্ষকের বিরুদ্ধে। রবিবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর খট্ধসঢ়;শিংগা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার মোহাম্মদপুর খট্ধসঢ়;শিংগা গ্রামের মৃত ফয়েজ মোহাম্মদের ছেলে মাইনাত আলী ১৯৭৭ সালে দুই বিঘা সরকারি খাস জমি নিজের নামে সরকারের কাছ থেকে পত্তন নেয়। পরে সেই জমি চাষাবাদের জন্য তিনি তার অন্যান্য তিন ভাইকে সমান ভাগে ভাগ করে দেন। তারা দীর্ঘদিন ধরে ভাগের জমি চাষাবাদ করে নিজেদের দখলে রেখেছেন। কিছুদিন ধরে ওই জমি নিজেদের নামে রেজিষ্ট্রি নেয়ার জন্য চাচা মাইনাত আলীকে বিভিন্ন ভাবে চাপ দিতে থাকেন উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ভাতিজা মোহাম্মদ এরশাদ আলী। কিন্তু মাইনাত আলী তাদেরকে জমি রেজিষ্ট্রী দেননি। রবিবার দুপুরে মাইনাত নিজের ভাগের জমিতে সেচ দিতে গেলে এতে বাঁধা দেন বড় ভাই সিরাজ উদ্দীন। পরে  সিরাজউদ্দীন তার ছেলে মোহাম্মদ এরশাদ আলীকে মোবাইল ফোনে স্কুল থেকে ডেকে আনেন। এক পর্যায়ে মোহাম্মদ এরশাদ আলীর নেতৃত্বে শরিফুল ইসলাম, মুসলিম উদ্দীন, সিরাজ উদ্দীন সহ তার পরিবারের অন্যান্য লোকজন মাইনাত আলীকে মারপিট শুরু করে।

এ সময় মাইনাত আলীর স্ত্রী ফিরোজা বেগম তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলে তাকেও পিটিয়ে আহত করা হয়। বর্তমানে তারা আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ এরশাদ আলী বলেন, আমার চাচা আমাদেরকে জমি রেজিষ্ট্রি দেয়ার কথা বলে অনেক দিন ধরে ঘুরাচ্ছে। আমি স্কুলের কাজ করছিলাম। সে সময় গন্ডগোলের কথা শুনে ঘটনাস্থলে যাই এবং আরেফিনের হাতে থাকা একটি কোদাল ছিনিয়ে নিয়ে ফেলে দেই। তবে আমি কাউকে মারপিট করিনি। পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *