
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে কৃষকদের প্রযুক্তিগত কলা কৌশল আর উদ্বুদ্ধকরণের মধ্যে দিয়ে পঞ্চগড়ে বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা।ভালো ফলন ও বাজারে ব্যাপক চাহিদা থাকায় ড্রাগন ফল চাষে ঝুঁকছে কৃষকরা।প্রতি বছরেই ড্রাগন চাষে আবাদী জমির পরিমাণ বাড়ছে। পুষ্টিগুণ ভরপুর বাজারে পঞ্চগড়ের ড্রাগন ফল প্রতি কেজি বিক্রি হচ্ছে আড়াই শত থেকে তিন শত টাকা দরে।বাজারে ড্রাগন ফলের ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে।ড্রাগন চাষিরা এখন ড্রাগন বাজার জাতকরণে ব্যস্ত সময় পার করছেন।হাট বাজারে প্রতিটি ফলের দোকানে সোভাপাচ্ছে বিভিন্ন জাতের ড্রাগন ফল।জানাযায় পঞ্চগড় জেলার ৫ উপজেলায় ৮ হক্টর জমিতে ড্রাগন ফলের চাষ হয়েছে।
এর মধ্যে পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলায় এ ফলের চাষ হয়েছে বেশি।কৃষি অফিসের পক্ষ থেকে প্রযুক্তিগত কলা কৌশল আর সার্বিক সহযোগিতা পাওয়ায় ড্রাগন চাষে আগ্ৰহী হয়ে উঠেছেন চাষীরা । পঞ্চগড় সদর উপজেলার মির্জাপুর লতিঝাড়ি গ্ৰামের ড্রাগন চাষী তিনি প্রথমে উন্নত জাতের প্রায় ৫ শত ড্রাগন ফলের চারা সংগ্ৰহ করে চাষাবাদ শুরু করেন ।২০২০ সালের জানুয়ারি মাসে সাড়ে ৩ বিঘা জমিতে ড্রাগন ফলের চারা করে সফলতা পেয়েছেন।তিনি জানান ড্রাগন গাছে মাসে দুইবার ফুল আসে। গাছের একটি খুঁটিতে চারটি করে গাছ লাগানো হয়।প্রতি খুঁটি থেকে প্রতি মাসে ৪ থেকে ৫ কেজি ফল সংগ্ৰহ করতে পারেন।