Subscribe our Channel

অভয়নগরে অবৈধ পন্থায় কমদামি নিন্মমানের চাল দামি বস্তাজাতকারী প্রতিষ্ঠান শেখ ব্রাদাস, অতঃপর

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি : যশোরের অভয়নগরে নওয়াপাড়া বাজারের শীর্ষ চাল আমাদানিকারক প্রতিষ্ঠান মেসার্স শেখ ব্রাদার্স এর বিরুদ্ধে নিন্মমানের চাল দামি বস্তাজাত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার নওয়াপাড়া পাঁচ কবর এলাকার কলাতলা স্কুলের পিছনে মোঃ জাহাঙ্গীর হোসেনের গোডাউনে ঘটেছে। ৩১ অক্টোবর মঙ্গলবার সকালে এই প্রতিবেদক ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখতে পান ওই গোডাউনে ভারত থেকে আমদানিকৃত নিন্মমানের চাল দামি বস্তাজাত করা হচ্ছে। ফলে, ওই নিন্মমানের চাল বাজারজাত হলে সাধারণ মানুষ প্রতারিত হবে। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ লাভলী খাতুন ঘটনাস্থলে ওই গোডাউনে অভয়নগর থানার পুলিশসহ হাজির হন, তিনি অজানা কোন কারণে আইনগত কোন পদক্ষেপ গ্রহন না করে ওই প্রতিষ্ঠানকে তিনদিন সময় সীমা বেঁধে দেন, আমদানিকৃত চাল প্রকৃত সঠিক বস্তাজাত করে বাজারজাত করতে হবে নির্দেশ প্রদান করেন।

এবিষয়ে নওয়াপাড়া শেখ ব্রাদাসের্র ম্যানেজার তাপস কুন্ডুর মুঠোফোনে একাধিকবার ফোন করেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ লাভলী খাতুন জানান, তাদেরকে তিনদিন সময় দেওয়া হয়েছে, সঠিক চালের বস্তায় লেবেল লাগিয়ে বাজারজাত করার জন্য, এখনি তাদের বিরুদ্ধে আইনগত কোন পদক্ষেপ নেওয়া হচ্ছেনা, যেহেতু তারাও এবিষয়ে অবগত নন সে ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানকে সময় দেওয়া হল, এর পরও যদি তারা সঠিক চালের বস্তা লেবেল ঠিক না করে তারপর তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *