Subscribe our Channel

“নির্ভয়ে স্কুলে আসতে চাই” ব্যানার হাতে শিক্ষার্থীদের শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক উত্তাপের মধ্যেও চলছে বার্ষিক পরীক্ষা ও সামষ্টিক মূল্যায়ন। বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলোর ডাকা হরতাল-অবরোধে নিরাপত্তা শঙ্কা মাথায় নিয়ে শিক্ষার্থীদের স্কুলে যেতে হচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা তার নির্ভয়ে স্কুলে যাবে।একই সাথে নতুন শিক্ষাক্রম নিয়ে সব বিতর্কের অবসান ঘটিয়ে আনন্দের সঙ্গে বার্ষিক মূল্যায়নে অংশ নিতে চাই ওরা। ‘নির্ভয়ে স্কুল আসতে চাওয়া’ এবং ‘আনন্দের সঙ্গে বার্ষিক মূল্যায়নে অংশ নেওয়ার’ আকাঙ্ক্ষার কথা জানিয়ে শোভাযাত্রা করছে শিক্ষার্থীরা।খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৫, ১৬, ১৭ নভেম্বর রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্কুলে নির্ভয়ে স্কুলে আসতে চাওয়ার আকুতি জানিয়ে শোভযাত্রা করে শিক্ষার্থীরা। শনিবারও (১৮ নভেম্বর) বিভিন্ন স্কুলে এমন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও অংশ নিয়েছেন।রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শনিবার এমন শোভাযাত্রা করে। স্কুলটির প্রধান শাখা, বসুন্ধরা, ধানমন্ডি ও আজিমপুর শাখাতে এ দিন এ কর্মসূচি করা হয়। শোভাযাত্রায় ছাত্রীদের সঙ্গে শিক্ষকদেরও দেখা গেছে। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘জাগবে শিক্ষক গড়বে দেশ, প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।শোভাযাত্রায় অংশ নেওয়া ভিকারুননিসার প্রধান শাখার এক ছাত্রী জানায়, হরতাল-অবরোধে তারা স্কুলে আসতে আতঙ্কে থাকে। তাদের অভিভাবকরাও এ নিয়ে আতঙ্কিত। এজন্য তারা নির্ভয়ে স্কুলে আসার আকাঙ্ক্ষা জানিয়ে শোভাযাত্রা করেছে।বসুন্ধরা শাখার অন্য এক ছাত্রী জানান, নতুন শিক্ষাক্রমে তারা হাতে-কলমে সব শিখছে। নতুন পদ্ধতি হওয়ায় এটা নিয়ে তার বাবা-মাও উদ্বিগ্ন। অনেক অভিভাবক এটি বাতিলের দাবি তুলছেন। কিন্তু তারা এ পদ্ধতিতে আনন্দের সঙ্গে বার্ষিক মূল্যায়নে অংশ নিচ্ছে।

সেটা জানাতে তারা শোভাযাত্রা করেছে।ভিকারুননিসার বসুন্ধরা শাখার প্রধান জগদীশ চন্দ্র পাল বলেন, শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে নতুন শিক্ষাক্রমে বার্ষিক মূল্যায়নে অংশ নিচ্ছে। তবে রাজনৈতিক কর্মসূচির কারণে সবার মধ্যে কিছুটা আতঙ্ক রয়েছে। ওরা নির্ভয়ে স্কুলে আসতে চাই, ওরা আনন্দের সঙ্গে বার্ষিক মূল্যায়নে অংশ নিতে চাই। সেটাই শোভাযাত্রার মাধ্যমে জানিয়েছে তারা।এর আগে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও সরকারি হাই স্কুল, শেরে-বাংলা নগর  সরকারি হাই স্কুলসহ বিভিন্ন সরকার-বেসরকারি স্কুলে এ শোভাযাত্রা করেছে শিক্ষার্থীরা । ঢাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানেও একই ব্যানারে এমন কর্মসূচি করছে শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *