নিজস্ব প্রতিবেদক : লেবানন-ফিলিস্তিনে জায়নবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান তারা।মানববন্ধনে বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ বলেন, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের ৪০ হাজারের বেশি মানুষ মেরেছে জায়নবাদী ইসরায়েল। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। মার্কিন সাম্রাজ্যবাদ একদিকে গণতন্ত্রের কথা বলে অন্যদিকে গণহত্যা চালায়। এজন্য মানুষ বলে মার্কিন সাম্রাজ্যবাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
জাতিসংঘে বারংবার ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করার দাবি জানালেও কোন লাভ হয় না।তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি হচ্ছে, চোরকে বলবে চুরি করো, গৃহস্থকে বলবে সজাগ থাকো। যুক্তরাষ্ট্র এখন লেবানন দখল করে তাদের সাম্রাজ্য বিস্তার করার চেষ্টা করছে। আমরা বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিন এবং লেবাননে গণহত্যা বন্ধ করতে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।আমরা দেখলাম ৭১ এর বিরোধীরা আজ মাথাচাড়া দিয়ে উঠেছে। যারা বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ছিল যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করেছে তারা আজ ধর্মের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আমরা এদেশের সব বাম সংগঠনকে আহ্বান জানাই, আসুন সবাই মিলে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক সঙ্গে আন্দোলন করি । মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাসদ কেন্দ্রীয় ও ঢাকা মহানগররের নেতারা উপস্থিত ছিলেন।