Subscribe our Channel

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, ১ মার্চ প্রথম ওয়ানডে

বিশেষ সংবাদদাতা: ৭ বছর পর আবার বাংলাদেশে আসছে ইংল্যান্ড। ২০১৬ সালে শেষবারের মত বাংলাদেশে খেলতে এসেছিল ইংলিশরা। নতুন সফরের দিনক্ষণ ও সূচি চূড়ান্ত হলো আজ (সোমবার)। আগামী ২০ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় পা রাখবে ইংলিশ ক্রিকেট দল। মার্চের তৃতীয় সপ্তাহে রাজধানী ঢাকায় পৌঁছালেও বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ম্যাচ ১ মার্চ। সেটা হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ১ এবং ৩ মার্চ প্রথম দুটি ওয়ানডে হবে ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে।

৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে। এরপর ৯ মার্চ শুরু হবে বাংলাদেশ আর ইংল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম খেলাটি হবে বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই। পরের দুটি টি-টোয়েন্টি হবে ১২ ও ১৪ মার্চ শেরে বাংলা স্টেডিয়ামে। এই সফরের প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপের বছর এ সিরিজটি দুই দেশের জন্যই ইতিবাচক প্রভাব রাখবে। তারা নিজ নিজ দলের শক্তি ও সামর্থ্য যাচাই করতে পারবে।

’ অন্যদিকে ইসিবির অন্তবর্তীকালীন কমিটির প্রধান নির্বাহী ক্লেয়ার কোনর বলেন, ‘এটা খুবই রোমাঞ্চ জাগানিয়া খবর যে, ইংলিশ ক্রিকেট দল ২০১৬ সালের পর আবার বাংলাদেশে খেলতে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামের ক্রিকেট অনুরাগীদের উৎসাহ-উদ্দীপনা থাকবে তুঙ্গে। বাংলাদেশের মানুষ ক্রিকেট অন্তঃপ্রাণ। আমরা বাংলাদেশ দলের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জ আশা করছি, যাদের ঘরের মাঠে আছে দুর্দান্ত রেকর্ড।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *