![তাপপ্রবাহ থাকতে পারে ফের ৩ দিন](https://pirganjnewsexpress.com/wp-content/uploads/2024/04/কজহহহ-1-571x385.png)
জ্যেষ্ঠ প্রতিবেদক : ইতোমধ্যে দেশের ছয় বিভাগে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে তাপপ্রবাহ নতুন নতুন অঞ্চলে বিস্তার লাভ করতে পারে।তাপপ্রবাহ পরিস্থিতি আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে- এ বিষয়ে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৩ এপ্রিল) বিকেলে জারি করা তাপপ্রবাহের সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসমূহের ওপর দিয়ে মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮- ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও বিস্তার লাভ করতে পারে।
শনিবার পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।