কুমিল্লা জেলা প্রতিনিথি : কুমিল্লা নগরীতে দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে নগরীর নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে রাস্তার পাশে পার্কিং করা ছিল পাপিয়া ট্রান্সপোর্টের একটি বাসে তিনটি মোটরসাইকেলে যোগে আসা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।এর আগে গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর ঢুলিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনে একটি বাসে একই কায়দায় আগুন পালিয়ে যযায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে কুমিল্লায় মোট দুটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।