পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেক্স : ‘সমতা পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের মৌলিক অধিকারের সমতা, বিশ্বাস ও মতপ্রকাশের স্বাধীনতা, উদার গণতন্ত্র এই তিন মূল নীতির ভিত্তিতে নতুন এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করে।
হানিফ বাংলাদেশীকে আহ্বায়ক হিসেবে রেখে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে বক্তারা বলেন, ‘দেশের নিবন্ধিত অনিবন্ধিত অনেক দল আছে, সব দলের মতাদর্শ ভিন্ন। আমাদের দলের মূল লক্ষ্য মানুষের অর্থনৈতিক মুক্তির, বেকারত্ব দূরীকরণ, চিকিৎসা ব্যবস্থার উন্নতি, শিক্ষা ব্যবস্থার উন্নতি।’