Subscribe our Channel

নিবন্ধিত সব  রাজনৈতিক  দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আবারও সংলাপ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৪ নভেম্বর ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন। একই দিনে দুই ভাগে এ সংলাপ অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (৩১ অক্টাবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।ইসি জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই সংলাপ করবে কমিশন।

সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারণ করা প্রত্যেক দলের দুজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে। নিবন্ধিত সব দলকে দুই ভাগে সংলাপের জন্য ডাকা হবে।জাতীয় নির্বাচন ঘিরে এর আগেও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ইসি। তবে ভোটের আগে আবারও দলগুলোর সঙ্গে বসবে কমিশন।আগেরবার ইসির ডাকে সংলাপে সাড়া দেয়নি বিএনপি। এবারও দলটিকে আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বর মাসের শুরুতে বা মাঝামাঝি ঘোষণা করবে নির্বাচন কমিশন। ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *