Subscribe our Channel

পঞ্চগড়ে  শ্রী শ্রী  শ্যামা  পুজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী অসহায় ও গরীবদের মাঝে কাপড় বিতরণ

তোতা  মিয়া :   পঞ্চগড়ে শ্রী শ্রী শ্যামা পুজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও  সনাতন  ধর্মালম্বীদের মাঝে প্রায় শতাধিক অসহায় ও গরীবদের শাড়ি ও ধুতি বিতরণ করা হয়েছে ।  সোমবার  (১৩ নভেম্বর)  সকালে  বোদা  উপজেলার ঝলই শালশীড়ি ইউনিয়নের নতুন হাট বরুয়া পাড়া এলাকার কালি মন্দির মাঠে  শ্রী  শ্রী শ্যামা  পুজা কমিটির নিজস্ব অর্থায়নে এই শাড়ি ও ধুতি  বিতরণ  করা হয় ।

এসময়  বিশিষ্ট সমাজ  সেবক  বিশ্বজিত সরকার, পদ্যুৎ সরকার,রিপন কুমার দে,নিপেন মোহন দে,চন্দনা দে ও কমলা রানিসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *