যশোর জেলা প্রতিনিধি : যশোর শহরের তিনটি কেন্দ্রে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্ক সৃষ্টি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পুলিশের দাবি, দুর্বৃত্তরা পটকা ফুটিয়েছে। স্থানীয় সূত্রগুলো জানায়, যশোর শহরের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে, ঘোপ নওয়াপাড়া রোডের মাহামুদুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও রেলস্টেশন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, শংকরপুর, ঘোপ, রেলস্টেশনে ভোটকেন্দ্র এলাকায় কয়েকটি পটকা ফোটানোর খবর পাওয়া গেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।