নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৪০ বোতল ফেনসিডিলসহ খোরশেদ আলম মুন্না (৩৫) নামে বংশাই নৈশ কোচের (ঢাকা- মেট্রো-ব:১২-২৩১৪) সুপারভাইজারকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। খোরশেদ আলম মুন্না পৌর শহরের দক্ষিণ সন্ধারই গ্রামের মৃত আবু সুফিয়ানের ছেলে । শুক্রবার (১ ডিসেম্বর) রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নেকমরদ কোচ স্টেন্ড থেকে থানার এস আই এরশাদ আলীসহ সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাগ ভর্তি ফেনসিডিল নৈশ্য কোচের ব্যাগ রাখা লোকারে রাখার সময় হাতে নাতে খোরশেদ আলম নামে সুপারভাইজারকে আটক করা হয়েছে ।
রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ৪০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনের মামলা হয়েছে ,মামলা নাম্বার (১) ২/১২/২৩ ইং এবং আজ তাকে আদালতে প্রেরন করা হয়েছে ।