পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেক্স : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় চবি ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ নকিব হোসাইন চৌধুরীর সভাপতিত্বে জিরো পয়েন্ট জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি নিউটন দত্ত,মুহাম্মদ সোহেল, মুহাম্মদ হিসাম উদ্দিন, ওহিদুর রহমান, শেখ সুজাত, আকাশ, স্বপন, মেহেদী হাসান,রাকিব, ফরহাদ হোসেন সুমন,জামাল উদ্দিন, আনাস মাহাদি, জুনাইদ খান রাহাত সহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতারা উপস্থিত ছিলেন।