Subscribe our Channel

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালন

ঠাকুরগাঁও প্রতিবেদক: “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমবেত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা শাখার সভাপতি মনোতোষ কুমার দে, ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবিরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তারা। র‍্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় দুর্নীতি দমন বিষয়ে ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *