মোঃ আবুল কাশেম, জেলা প্রতিনিধি : খবর আজ ও আগামীকাল, ভোলা, বরিশাল, বাংলাদেশ। বাংলাদেশের দ্বাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (মনপুরা-চরফ্যাসন) আসনে নৌকার মনোনয়ন প্রাপ্তির খবরে চরফ্যাসন বাজারে মিষ্টি বিতরনের প্রচার কথার বন্যা (ছবি প্রদর্শিত) ও ঐ দুই উপজেলার বিভিন্ন বাজারে আনন্দ মিছিল হয়েছে। মিছিল শেষে বক্তারা বলেছেন যে, অধ্যক্ষ নজরুল ইসলাম তিনবার নৌকা প্রতীকের দল বাংলাদেশ আওয়মীলীগ থেকে তিনবার মনোনয়ন পেয়েছিলেন। তাঁর পুত্র আব্দুল্যাহ আল ইসলাম জ্যাকব চারবার ঐ একই দলের মনোনয়ন পেয়েছেন। এই বারের মত এত ষড়যন্ত্র আর কোনবার হয় নাই। বহু ষড়যন্ত্র-চক্রান্ত উপেক্ষা করে তিনি তার মনোনয়ন পত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে তাঁর নিজ হাতে পেয়েছেন। শশীভূষন থানার সদর বাজারের আনন্দ মিছিলোত্তর জনসমাবেশে আব্দুল্যাহ আল ইসলাম জ্যাকব এর ছোট ভাই জাহিদুল ইসলাম সৌরভ নামের এক ব্যাক্তি তার বক্তব্যে উল্লেখ করেন যে, বিএনপির নাজিমুদ্দিন আলমসহ আরো কয়েকজন সন্ত্রাসবাদের মাধ্যমে কয়েকবাব আব্দুল্যাহ আল ইসলাম জ্যাকবকে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত করেছে। ১৯৭১ ইং সালে ভোলার দৌলত খানের সাবেক বাংলা বাজার এলাকায় পাকিস্তানী রেজেকার বাহিনীর দ্বারা আক্রমনের গোপন নেতৃত্ব প্রদানকারী বজলু রেজেকার ( ছদ্ম নাম বজলু মাস্টার) এর পুত্র মেজবাহ উদ্দিনের প্রতি ইঙ্গিত করে — বাংলাদেশ আওয়ামীলীগের স্নেহধন্য ঐ নেতা ও বক্তা মোঃ জাহিদুল ইসলাম সৌরভ আরো উল্লেখ করেন যে, এইবারও এক আমলা সেই কাজ করার চেষ্টায় আছে। শশীভূষণে ত্রিশ – চল্লিশ জন সেই আমলার পক্ষে। তাদেরকে ভালো হওয়ার ও সতর্ক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে ঐ বক্তা উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন যে, আপনারা দেখেছেন বিরোধী দলের কি অবস্থা হয়েছে, তাদেরও সেই অবস্থা হবে। প্রায় সাত লক্ষ জনগোষ্ঠির এই আসনে মাত্র তিনশ বা চারশ লোক ঐ আমলার পক্ষে। তাই আগামী সাত-ই ডিসেম্বরের নির্বাচনে (মনোনয়নের আপিল ও নিষ্পত্তি) ও ইংরেজী ২০২৪ সালের সাত-ই জানুয়ারীর চূড়ান্ত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আব্দুল্যাহ আল ইসলাম র নৌকাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
গত ২৬/১১/২০২৩ ইং তারিখের ঐ জন সভায় প্রদত্ত ঐ বক্তার বক্তব্যের মত করেই গত ২৫/১১/২০২৩ ইং তারিখে এওয়াজপুরের পানির কল নামক এলাকার ১৪৪ নং পূর্ব এওয়াজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্থানীয় বাংলাদেশ আওয়মীলীগের কেন্দ্র কমিটি গঠন সভায় — এওয়াজপুর ইউনিয়নের নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান মাহবুবুল আলম খোকনও জ্যাকবকে নির্বাচিত করার ব্যাপারে একই কথা বলেছিলেন (ছবি প্রদর্শিত)। মনপুরা উপজেলার হাজির হাট বাজারেও আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে। ছবিতে নৌকার জনতা।