Subscribe our Channel

পঞ্চগড়ে প্রায় তিন লাক্ষ টাকার নিষিদ্ধ পলেথিন জব্দ করা হয়

প্রায় তিন লাক্ষ টাকার নিষিদ্ধ পলেথিন জব্দ

তোতা মিয়া  : মঙ্গলবার ২ এপ্রিল পঞ্চগড়ে বিপুল পরিমান পলিথিন জব্দ করা হয়েছে। পঞ্চগড় শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এই পলিথিনগুলো জব্দ করে পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক ইউসুফ আলীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে এই সব পলিথিনগুলো জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষের সাথে কথা বলে জানাগেছে সৈয়দপুর থেকে ট্রাকযোগে বিপুল পরিমাণ পলিথিন পঞ্চগড় শহরে আনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় শহর সদর থানার সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেন।

এ সময় পলিথিনবাহি একটি ট্রাক আটক করা হয়। ওই ট্র্রাক থেকে ১ হাজার ৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়, পঞ্চগড়ের চার ব্যবসায়ীকে দেওয়ার জন্য ট্রাক যোগে ১৮টি বস্তায় পলিথিনগুলো আনা হচ্ছিলো। পলিথিনগুলোর আনুমানিক মুল্য তিন লক্ষ টাকা। এ ঘটনায় নিষিদ্ধ পলিথিন বহনকারী ট্রাক ও চালক সহ জড়িতদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তরের কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *