Subscribe our Channel

রাণীশংকৈলে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা  বিতরণের শুভ উদ্বোধন

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি  :  ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈল উপজেলায় কৃষকের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরের চলতি মৌসুমে  বিনামূল্যে  কৃষি প্রনোদনা  বিতরণ  কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর)    সকালে কৃষি  অফিস চত্বরে  এ  কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ইউএনও শাহরিয়ার রহমানের    সভাপতিত্বে    প্রধান অতিথি  বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না ।   উপজেলা  আ’লীগ সভাপতি  সইদুল হক, ভাইস চেয়ারম্যান সোহেল রানা  ও  শেফালী বেগম,   উপজেলা  কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ  শহীদুল ইসলাম, জাতীয় পার্টির  আহব্বায়ক জাহাঙ্গীর   আলম,  যুগ্ম  আহব্বায়ক আবু  তাহের, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর  রহমান  প্রমুখ।

এছাড়াও বিভিন্ন  সরকারি  কর্মকর্তা,  রাজনৈতিক নেতা, উপকারভোগী কৃষক  ও সাংবাদিকরা  উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ  উপজেলায়  ৬ হাজার ৮ শত ৭০ জন কৃষকের  মাঝে,  সরিষা ৪ হাজার ৫শত, গম ১ হাজার ৫০,  ভুট্টা ১১ শত ৫০,শীত কালীন পিঁয়াজ ৮০ জন, মুগডাল  ৭০ জন,ও চিনা বাদাম ২০ জন, এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা  করেন  উপ সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *