
জ্যেষ্ঠ প্রতিবেদক : গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৫৮ শতাংশ প্রতিষ্ঠানের স্থান হয়েছে দাম কমার তালিকায়। এতে বাজার মূলধন ৭ হাজার কোটি টাকা নাই হয়ে গেছে। এমন পতনের বাজারেও দাম বাড়ার ক্ষেত্রে দাপট ধরে রেখেছে নতুন তালিকাভুক্ত প্রতিষ্ঠান এশিয়াটিক ল্যাবরেটরিজ। গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে । এর মধ্যে দুই কার্যদিবস দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। শুধু গত সপ্তাহ নয় শেয়ারবাজারে লেনদেন শুরুর পর থেকে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাচ্ছে এ কোম্পানিটি। শেয়ারবাজারের নিয়মানুযায়ী, একদিনে কোম্পানিটির শেয়ার দাম সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে পারে। গত ৬ মার্চ থেকে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর ১৮ মার্চ পর্যন্ত প্রতিটি কার্যদিবসেই দিনের সর্বোচ্চ দামে কোম্পানিটির শেয়ারের বিপুল ক্রয় আদেশ আসে। অপরদিকে, প্রতিদিনই শূন্য পড়ে থাকে বিক্রয় আদেশের ঘর। তবে ১৯ মার্চ কোম্পানিটির শেয়ার দাম কিছুটা কমে যায়। অবশ্য পরের কার্যদিবসেই আবার ঘুরে দাঁড়ায়। এমনকি সপ্তাহের শেষ কার্যদিবস আবার দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে কোম্পানিটি।
এভাবে দাম বাড়ায় অর্ধ মাসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১০০ শতাংশের বেশি। এতে ২০ টাকা (১০ টাকা প্রিমিয়ামসহ) দামের প্রতিটি শেয়ারের দাম ৪৫ টাকা ২০ পয়সায় উঠে গেছে। প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সাধারণ বিনিয়োগকারীরা কোম্পানিটির মাত্র ৮৬টি করে শেয়ার পেয়েছেন।গেল সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৬ দশমিক ৪৯ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৬ টাকা ৪০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪৫ টাকা ২০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩৮ টাকা ৮০ পয়সা। শেয়ার দাম বাড়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহের প্রতি কার্যদিবসে গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা। গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। গত সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ। এর পরের স্থানটিতে রয়েছে শাহিনপুকুর সিরামিক। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা পেপার প্রসেসিংয়ের ৯ দশমিক ৪৮ শতাংশ, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সের ৮ দশমিক ৭০ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৭ দশমিক ৮১ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৫০ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৭ দশমিক ১৬ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৬ দশমিক ৯২ শতাংশ এবং নিউ লাইন ক্লোথিংয়ের ৬ দশমিক ৭৯ শতাংশ দাম বেড়েছে।