
নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে নিয়োগে কোটা বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা।সোমবার (৮ জুন) বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি মিরপুর সড়কের সায়েন্সল্যাব মোড় ঘুরে নীলক্ষেত মোড়ের দিকে চলে যায়৷শিক্ষার্থীরা জানান, সরকারি চাকরি কোটার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে।
এছাড়া ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, স্বাধীনতার এত বছর পরে এসেও এভাবে কোটায় চাকরিতে সুযোগ দেওয়া অযৌক্তিক। সুবিধাবঞ্চিত কিছু শ্রেণির মানুষকে কম সংখ্যক কোটা দেওয়া যেতে পারে। কিন্তু বর্তমান ব্যবস্থায় মেধাবীরা বঞ্চিত হবেন। আমরা চাই মেধাবীদের মূল্যায়ন।