Subscribe our Channel

ঠাকুরগাঁওয়ে  এতিমখানার চাল আত্মসাতের অভিযোগ

বালিয়াডাঙ্গী প্রতিনিধি :  ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে খালিপুর কেলাপুকুর তালিমুল কুরআন হাফেজি মাদরাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার এক টন চাল আত্নসাতের অভিযোগ ওঠেছে এক সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে। জানা যায়, চলতি অর্থ বছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় হতে মাদরাসাটির জন্য এক টন চাল বরাদ্দ দেওয়া হয়।বরাদ্দকৃত এক টন চাল গত ৩/১০/২৪ স্থানীয় একটি সিন্ডিকেট চক্র ভূয়া স্বাক্ষরিত ভাবে ঐ চাল উত্তলন করেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, মাদরাসরা জন্য এক টন চাল বরাদ্দ হলে সেটি সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্থানীয় সিন্ডিকেট চক্র ঐ চাল বিক্রয় করে আত্মসাৎ করেন ।  মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন,এক টন চাল বরাদ্দ হয়েছে কিন্তু আমরা কোন চাল পাইনি।

চাল বাবদ আমাকে বিশ হাজার টাকা মাদ্রাসার জন্য দেওয়া হয়েছে।  অত্র মাদরাসার  সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, মাদরাসার জন্য এক টন চাল বরাদ্দ পাওয়া গেছে । মাদ্রাসায় দেওয়া হয়েছে । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, চাল আত্মসাতের কথা শুনেছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *