পঞ্চগড় প্রতিনিধি : অভিযোগ সূত্রে জানা যায় পঞ্চগড় বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের সাবেক সিট মহল দৈখাতা গ্রামের বাসিন্দা হতদরিদ্র আম্বিয়া বেগম,এর সাথে বোদা উপজেলার বড় শশী ইউনিয়নের মালেকা ডাঙ্গা গ্রামের নবির উদ্দিন এর ছেলে, দৈইখাতা স্কুলের প্রধান শিক্ষক মোজাহেদুল ইসলাম আলমগীর,(৩৭), সহজ সরল প্রতিবন্ধী আমজাদ হোসেন, এর স্ত্রী দৈইখাতা স্কুলের জমিদাতা আম্বিয়া বেগম এর সাথে প্রধান শিক্ষক আলমগীর, এর একটি চুক্তি হয়। চুক্তিটি ছিল দৈইখাতা স্কুলের জমির পরিবর্তে অন্য স্থানে ৫০ শতক জমি আম্বিয়া বেগমকে ক্রয় করে দিবে।
এবং আম্বিয়া বেগমের ছেলেকে পিয়ন পোস্টে চাকুরী দেবে, কিন্তু ভাববার বিষয় প্রধান শিক্ষক আলমগীর চাকরি জমি দেওয়া তো দূরে থাক আম্বিয়া বেগমের পরিবার সহ সবাইকে হুমকির মধ্যে রেখেছেন এই প্রধান শিক্ষক। অন্যদিকে স্কুলটি এনপিও ভুক্ত হওয়ার পর পূর্বে যারা এই স্কুলে শ্রম দিয়ে এসেছে তাদেরকে বাদ দিয়ে নতুন করে নিয়োগ বাণিজ্য করছেন বলে জানান ভুক্তভোগীরা।